মজুরি

করিমপুর বাসস্ট্যান্ডের হাইওয়ের মোড়ে একটি রিকশা এসে থামল। যাত্রী সাহেব রিকশা হতে নেমে রিকশাওয়ালাকে ভাড়া দিতে গেল। রিকশাওয়ালা অধিক ভাড়া প্রতাশ্যা করছিল তাই নাখোশ হয়ে কিছু বেশি চাইল। যাত্রী সাহেবেও নাখোশ হলো রিকশাওয়ালার অধিক প্রত্যাশা দেখে।

কয়েক মিনিট পর যাত্রী ও রিকশাওয়ালা দুজনেই মেজাজ হারাল। আরো কয়েক মিনিট গড়ানোর পর তুমুল বাকবিতন্ডায় জরিয়ে পড়ল দুজন। আশাপাশের কিছু লোকজন দুজনকে ঘিরে জড়ো হলো। সবাই খুব গভীর আগ্রহ নিয়ে দুজনের বাকযুদ্ধ উপভোগ করতে লাগল। কেউ কেউ মোবাইল ফোন দিয়ে ভিডিও করলো। ঝগড়া ক্রমেই উত্তপ্ত হতে লাগল।

আরো কিছুক্ষণ পর স্থানটি বাকযুদ্ধ থেকে হাতযুদ্ধে পরিণত হলো। রিকশাওয়ালা দুর্বল তাই যাত্রী সাহেবের পেশীবহুল হাতের কয়েকটা মুষ্টি-থাপ্পর খেয়ে মাটিতে লুটিয়ে পড়ল। এই ঘটনা প্রতক্ষ্য করে কয়েকজন জেদী তরুণ যাত্রী সাহবের উপর হামলে পড়ল। রিকশা-শ্রমিকের গায়ে হাত তোলার অপরাধে যাত্রী সাহেবও বেদম কিল-ঘুষি খেলো। কিছুক্ষণ পর উপস্থিত জনতা দুজনকেই ধরাধরি করে পাশের একটি ক্লিনিকে নিয়ে গেলো।

পরের দিন দেশের স্বনামধন্য দৈনিক পত্রিকার শিরোনাম হলো ‘করিমপুরে ভাড়া নিয়ে যাত্রী ও রিকশাওয়ালার মধ্যে মারপিট।’

আরও পড়ুন

সর্বাধিক পঠিত