অনুগল্প

এক লোকের একটা ঘোড়া ছিলো। ঘোড়াটার পা ভেঙে যাওয়ার পরও সে সেটাকে বিক্রি করেনি। কারণ ঘোড়াটা তার খুব প্রিয় ছিলো। একবার অভাবে পড়ে লোকটা ঘোড়াটাকে বাজারে নিয়ে যায়। বাজারে ল্যাংড়া ঘোড়ার দিকে কেউ ফিরেও তাকায় না।

বাজারে তখন গরুর সংকট ছিলো। খুব দাম। একজন তাকে পরামর্শ দিলো ঘোড়াটাকে গরু বাজারে নিয়ে যেতে। গরু বাজারে নেয়ার পর এক খালাসি ঘোড়াটাকে প্রত্যাশার চেয়ে বেশি দামে কিনে নিয়ে যায়।

পরের দিন তার স্ত্রী গরুর মাংশ রান্না করে। লোকটা খেতে বসে গরুর মাংশের দিকে তাকিয়ে থাকে। কিন্তু খেতে পারে না। এমনকি জীবনে যতোবার সে গরুর মাংশ খেতে বসে ততোবারই তার ল্যাংড়া ঘোড়ার কথা মনে পড়ে।

আরও পড়ুন

সর্বাধিক পঠিত