নূর সিদ্দিকী

1 POSTS0 COMMENTS
নূর সিদ্দিকী বিশেষ প্রতিনিধি হিসেবে কাজ করছেন মাছরাঙা টেলিভিশনে। পড়াশোনা করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে। প্রাপ্তমনস্কদের জন্য তাঁর একমাত্র গল্পের বই- মেয়েটির পায়ে নূপুর ছিলো প্রকাশ করেছে চৈতন্য প্রকাশনী। শিশুদের জন্য ছড়া ও গল্প মিলিয়ে নূরের প্রকাশিত বইয়ের সংখ্যা সাত। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের পঠনদক্ষতা বাড়াতে নূরের লেখা চারটি গল্পের বই প্রকাশ করেছে রুম টু রিড বাংলাদেশ।
দৈনিক পত্রিকার সাহিত্যপাতাসহ অনলাইন সাহিত্য পত্রিকায় নিয়মিত গল্প ও ছড়া লেখেন নূর।